হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ , আগস্ট ১৪, ২০২১

সারাদেশে একদিনে সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১৯ জন এবং ঢাকার বাইরের জেলায় ৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

Loading