চট্টগ্রামে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , আগস্ট ১২, ২০২১

নগরীতে স্বামী-স্ত্রীসহ ইয়াবা ব্যবসায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নগরীর রেলস্টেশন ও চকবাজার কালাম কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইকবাল হোসেন ( ৪৬), তার স্ত্রী মোছা. শামসুন নাহার (৩৫), মো. কামাল হোসেন (৩৭) তার স্ত্রী রিনা আক্তার (২৫), মো. লিটন আহমদ (৪০) ও রিপন আহমেদ (২৮)।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, ট্রেনযোগে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশে কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইকবাল হোসেন, রিনা আক্তার, লিটন আহমদ ও শামসুন নাহারকে আটক করা হয়।

পরে তদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থেকে কামাল হোসেন ও রিপন আহমদকে আটক করা হয়। আটক ইকবাল হোসেনর ভাড়া বাসা থেকে ২৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসায় জড়িত।

Loading