সিনোফার্ম আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , আগস্ট ১১, ২০২১ কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।বুধবার (১১ আগস্ট ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট নাগাদ এমিরেটস এয়ারওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৭ টা ২০ মিনিটে টিকা নিয়ে বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটসের বিমানটি। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) আসে ১৭ লাখ টিকা। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় মোট ৩৪ লাখ টিকা পাঠিয়েছে চীন। এর আগেও চীন থেকে ৮১ লাখ টিকা দেশে আসে। যার মধ্যে ৭০ লাখ বাংলাদেশ সরকার কিনেছে, বাকী ১১ লাখ উপহারস্বরূপ পাঠানো হয়। এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ টিকা দেশে এসেছে। ১৪ আগস্টের মধ্যে চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ৬১ হাজার টিকা দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় বৃহস্পতিবার আসবে আরও ৬১ হাজার টিকা, শুক্রবার (১৩ আগস্ট) চীন সরকার উপহারস্বরূপ পাঠাবে ১০ লাখ, আর সরকারের ক্রয় করা ১০ লাখ টিকা দেশে পৌঁছাবে শনিবার (১৪ আগস্ট)। গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করা হবে, পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব। সব মিলে চীন থেকেই সাড়ে ৭ কোটি ডোজ টিকা দেশে আসবে। এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে বলেও জানান তিনি। ## সময় সংবাদ শেয়ার জাতীয় বিষয়: