বঙ্গবন্ধু সেই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , আগস্ট ১১, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্র রচনা করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ের তথ্য অধিদফতরে চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বাঙালি জাতিসত্তা উন্মেষের পর অনেক বাঙালি রাজা আসলেও এ জাতি স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু সেই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন। সচিবালয়ের আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে মন্ত্রী বলেন, প্রদর্শনীতে যে সব আলোকচিত্র নিয়ে আসা হয়েছে এ আলোকচিত্রগুলো সম্পর্কে সবাই জানে না। সবার দেখার সুযোগ হয় না। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এ প্রদর্শনী সবাই দেখতে পাবেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করা হবে। এটি খুব ভালো উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন- অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনেক বেশি ভালো এবং কার্যকর। যা ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো কাজ করেছে। ভারতের ১০ কোটি মানুষকে এই ভ্যাকসিন দেয়া হয়েছে এবং তাদের দেশে করোনা সংক্রমণ ১ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. ডা. মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয় বিষয়: