ইভটিজিং এর শিকার কলেজ ছাত্রী গতিরোধ ও শ্লীলতাহানির চেষ্টা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ , মার্চ ২২, ২০১৮ দিরাই(সিলেট)সংবাদ দাতাঃ ইভটিজিং এর শিকার সিলেট সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী মর্জিনা বেগম(সঠিক নাম নয়)গত ২১ শে মার্চ ২০১৮ ইং তারিখে সকাল ৯ টা ১৫ মিনিটে কলেজে যাওয়ার পথে কলেজ গেইটের কিছু দূরে চৌহাট্রার মোড় কলেজ রোডে একদল দূস্কৃতিকারী দ্বারা আক্রান্ত হন।নাম প্রকাশে অনিচ্ছুক একেই শ্রেণীর অপর এক প্রত্যক্ষদর্শী ছাত্রী বলেন,তার ক্লাসমেট উক্ত ছাত্রী ছাত্রলীগ নেতা এমরান আলী,আর তার সহযোগী দ্বারা প্রায় নানা অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হয়।আসা যাওয়ার পথে নানা অশালীন মন্তব্য শুনতে হয়।এর প্রতিবাদ করায় একদল সন্রাসী মেয়েটির উপর ক্ষিপ্ত হয়ে উঠে।তারেই জের হিসাবে আজকে এই আক্রমণ ও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ও শ্লীলতাহানির চেষ্টা। উক্ত ছাত্রী আর বলেন,ভিকটিমের বাবা একজন জনপ্রতিনিধি কিন্তুু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন,তিনি কোন সরকারি দলের নেতা নয়।এই কারনে ভিকটিম ছাত্রলীগ ক্যাডার দ্বারা বার বার নির্যাতিত হচ্ছে। ছাত্রীটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বলেন,সমাজে এ অবস্থা চলতে পারে না।আমরা মুক্তি চাই ও একটি নিরাপদ সমাজ চাই। উল্লেখ্য ঐ ঘটনার আর একজন চক্ষুস স্বাক্ষী জনাব কিবরিয়া উক্ত কলেজের বিঙ্গান অনুষদের শিক্ষক।তিনি বলেন,ছাত্রলীগ ক্যাডার এর লোকজন প্রায় কলেজ প্রাঙ্গনে গোলযোগ সৃষ্টি করে দলীয় কার্যকলাপ এর উছিলা দিয়ে কলেজের লেখা পড়ার পরিবেশ নষ্ট করে এবং ছাত্রীদের উক্তাক্ত করে।এদের ভয়ে কলেজ কতৃপক্ষ কোন কার্যকারী পদক্ষেপ নিতে পারে না।তিনি বলেন,সরকারের উচিত ছাত্রলীগ সহ সকল পর্যায়ের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে নিয়মিত ছাত্র /ছাত্রীদের লেখা পড়ার পরিবেশ যেন।নষ্ট না করে এ ব্যাপারে যত্নবান হওয়া।জনাব কিবরিয়া বলেন,উক্ত ছাত্রীর ঘটনা দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের শাস্তি হওয়া প্রয়োজন।তাহলে পরবর্তীতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃওি হবে না এবং আর কোন ছাত্রীকে লান্চনার শিকার হতে হবে না বলে তিনি মত প্রকাশ করেন। শেয়ার সিলেট বিষয়: