সাংবাদিক সম্মেলন নাগরিক সমাজ চট্টগ্রাম

প্রাকৃতিক ও ঐতিহ্য ধ্বংস করে কোনো হাসপাতাল চাইনা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২১

নিউজ ডেস্ক :: মঙ্গলবার (১০ আগষ্ট) চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল রুমে সাংবাদিক সম্মেলন করেন নাগরিক সমাজ চট্টগ্রাম। সাংবাদিক সম্মেলনে নাগরিক সমাজ চট্টগ্রাম’র আহ্বায়ক প্রফেসর ড.অনুপম সেন বলেন সিআরবি হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যের লীলাভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও দৃষ্টি নন্দন জায়গা। শহরের মাঝখানে আমরা শ্বাস নিতে পারি। এই শহরে আরো বিনোদনের জায়গা ছিলো যা আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে দখল করে নিয়েছে ইট- পাথরের বড় বড় দেয়াল গুলো। পরবর্তী প্রজন্ম কিছুই দেখতে পাবেনা চট্টগ্রামের ইতিহাসও জানবেনা।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি যদি চট্টগ্রাম উন্নয়ন নিজের দায়িত্ব নেন তাহলে আমরা আশাবাদী সিআরবিকেও রক্ষা করবেন। আমরা হাসপাতাল চাই তবে শহরের অন্য কোনো জায়গায় হোক,ফুসফুসকে গলা চেপে ধরে তার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে আমাদের দেহের উপর হাসপাতাল তা চাইনা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল)। বক্তব্যে তুলে ধরেন সিআরবি এলাকাটি হচ্ছে হেরিটেজ জোন খ্যাত, অন্যদিকে রয়েছে চবি’র প্রথম নির্বাচিত শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ ১১ জন মুক্তিযোদ্ধার কবর।সিডিএ’র মাস্টার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যান -৩ সুস্পষ্ট বলা আছে এখানে কোনা স্থাপনা নির্মাণ করা যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রীকে ভূল তথ্য দিয়ে ইউনাইটেড গ্রুপ ও রেলওয়ের অসাধু কয়েক কর্মকর্তার যোগসাজশে “পিপিপি” চুক্তিটি সম্পাদনা করেছেন। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র কো- আহ্বায়ক ড. মাফুজুর রহমান, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ, একুশে পদক প্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর ড.ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাস, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজ, সাইফুল ইসলাম বাবু,রাসেদ হাসান, তানভীর হোসেন, এডভোকেট রাসেদুল আলম সহ আরো আনেকে।সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নাগরিক সমাজ চট্টগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সিআরবিকে বাঁচাতে হবে আরো সৌন্দর্য করে তুলার আহ্বান জানান।

Loading