জকিগঞ্জে মিলেছে ৫,০০০ কোটি ঘনফুট গ্যাস নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২১ সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। সোমবার এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এই গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫,০০০ কোটি ঘনফুট। প্রতিমন্ত্রী বলেন, এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক এক কোটি ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখান থেকে ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। শেয়ার সারা দেশ বিষয়: