রোববারের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২১ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী রোববারের (১৫ আগস্ট) মধ্যে কোভেক্স ও চীন থেকে আরও ৫৪ লাখ করোনার টিকা পাওয়া যাবে। সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব। জাহিদ মালেক বলেছেন, মেসেজ দেয়া হয় টিকার প্রাপ্যতা সাপেক্ষে। বর্তমানে টিকার মজুত কম থাকায় মেসেজ কম পাঠানো হচ্ছে। টিকা আসলে দ্রুত সবাই এসএমএস পাবে। চীন থেকে সিনোফার্মের টিকার ব্যাপারে তিনি বলেন, আগের তিন কোটি ডোজসহ চীনের সঙ্গে ছয় কোটি ডোজ টিকার ব্যাপারে কথা হয়েছে। তবে এ টিকা আনতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন লাগবে। শেয়ার জাতীয় বিষয়: