করোনায় কর্মহীন শ্রমিকদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার দাবি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২১ করোনা মহামারিতে সরকার ঘোষিত বিধি নিষেধের ফলে কর্মহীন শ্রমিকদের কমপক্ষে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশন। সোমবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানান সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, গত প্রায় দুই বছর ধরে করোনার প্রকোপ কমাতে সরকারের দেয়া বিধি-নিষেধের ফলে সারাদেশের লাখ লাখ শ্রমিক কর্ম হারিয়েছেন। কর্মহীন দিনমজুর শ্রেণির মানুষগুলোর অবস্থা খুবই খারাপ। শিল্প-কারখানা, দোকানপাট ও পরিবহন সেক্টর বন্ধ থাকায় পরিবারের ভরণ-পোষণ চালাতে শ্রমিকদের একটি বড় অংশ আজ ঋণগ্রস্থ। সংসার চালাতে হিমশিম খাওয়া মানুষগুলো নিজেদের কষ্টের মূল্যবান সম্পদ, জায়গা-জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। এসব অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে এককালীন কমপক্ষে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান মো. মনিরুজ্জামান মনির। তিনি আরও বলেন, ‘করোনাকালে নতুন করে পায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। করোনা দুর্যোগে সরকার দরিদ্র মানুষের সহায়তায় যেসব কার্যক্রম হাতে নিয়েছিল তা বাস্তবতার চেয়ে অনেক কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা প্রকৃত অসহায় মানুষদের হাতে গিয়ে পৌঁছায়নি।’ এসময় বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেশের কর্মহীন শ্রমিক-কর্মচারীদের তালিকা করে প্রকৃত অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছানোর জোর দাবি জানানো হয়। শেয়ার জাতীয় বিষয়: