যেতে পারি, কিন্তু… যাব না – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২১ ইচ্ছে করলেই যেতে পারি কিন্তু… যাব না। যে মধুক্ষণ ফিরে গেছে তাকে তো পাব না! কখনও কি হৃদয়ের দু’চোখ বুজে জানতে চেয়েছ জীবন কী খোঁজে? কেন ‘হৃদয়ের গোপন বিজন ঘরে’ বিশেষ কিছু কিছু দিন ছটপট করে! এই ধর— বিয়ে বার্ষিকী, মধুচন্দ্রিমার মধুরাতের প্রীতি কিংবা জন্মদিন, কিংবা প্রথম দেখার তিথি। এসব কি কেবলি জীবনের যাপিত দিন? ঘাসের ’পরে রেখে আসা পথের ধূলোর ঋণ! কিংবা কাকতালীয়? না! এ যে অতীত কর্মযোগের বহুপথ পরিক্রমার, বহু বহুবার মৃত্যু আর জন্মের! এই পৃথিবী, দীঘল গ্রহপথ, ডুবে গেলে অন্ধকারে নক্ষত্রেরাও আলো জ্বেলে রাখে আকাশের ‘পরে জীবন যখন ডুবে ডুবে আধার দিক-চক্রবালে নক্ষত্র’ প্রেমে দিনগুলিও এসে আলো জ্বালে। দিও না যেতে প্রেমহীন সেইসব দিন, অবহেলায় মিলিয়ে যাব একদিন, আমরাও, অসীম শূন্যতায়! দিনগুলি যে বছরঘুরে, একবার-ই আসে, ভালবেসে হৃদয়ে হৃদয় ছোঁয়াও নির্জনে, গোপন প্রেমের আবেশে। • জুলাই ৩১, ২০২১ ছবিঋণ- অনুপম, আজাদী। শেয়ার অন্যান্য বিষয়: