সিলেটভিউ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল দ্বিতীয়বার করোনা আক্রান্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২১ সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেটভিউ২৪-এর সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেটের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল আবারও করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয় করোনাক্রান্ত হলেন তিনি। তিনি ইতোমধ্যে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। নবেল ছাড়াও তাঁর মা-বাবা, স্ত্রী, দুই সন্তান ও বোনসহ পরিবারের ১১জন সদস্য বর্তমানে করোনা পজিটিভ। বিষয়টি শাহ দিদার আলম চৌধুরী নবেল নিজে নিশ্চিত করেছেন। তবে নবেল ও তাঁর পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের শারীরিক অবস্থা ভালো এবং তারা বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শমতে সেবন করছেন ওষুধ। তিনিসহ পরিবারের অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শাহ দিদার আলম চৌধুরী নবেল। এর আগে গত বছরের ২৫ নভেম্বর তিনি প্রথমবার করোনা পজিটিভ শনাক্ত হন। পরে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৭ দিন পর মঙ্গলবার ৭ ডিসেম্বর তিনি করোনামুক্ত হন। শেয়ার মিডিয়া বিষয়: