হেলেনা ও পরীসহ ছয় জনের বাসায় তল্লাশি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , আগস্ট ৭, ২০২১ বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো ব্যবসায়ী ও নারী শিল্পোদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর-পরীমণি-রাজ-পিয়াসা-মৌ এবং মিশুর বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, শনিবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসাসহ আরও ছয় জনের বাসা তল্লাশি চালায় সিআইডি। এ বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমণি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডি মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, ‘পরীমণিসহ ৬ জনের বাসাতেই তল্লাশি চালানো হয়েছে।’ সিআইডির তদন্তের স্বার্থে তাদের বাসা থেকে বিভিন্ন আলামত জব্দ করে নিয়ে আসা হয়েছে। বাসায় অবস্থানকারী ও আশপাশের লোকজনের কাছে জানতে চাওয়া হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর। ওইসব বাসা ও অফিস এবং তার আশপাশের প্রয়োজনীয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা প্রক্রিয়াধীন রয়েছে। শেয়ার রাজধানী বিষয়: