সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাদারদের সতর্ক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি—

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , জুলাই ৩০, ২০২১

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইজারা হওয়া ৮টি হাটবাজারের একটিতেও টোল (খাজনা) আদায়ের কোনো তালিকা টাঙানো হয়নি। ফলে ইজারাদারের নিয়োজিত লোকজন হাটবাজার থেকে সরকারের নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন।

হাটবাজার থেকে অতিরিক্ত টোল আদায় না করার জন্য এবং দৃশ্যমান জায়গায় টোল আদায়ের তালিকা টাঙানোর জন্য এ উপজেলার আটটি হাটবাজারের ৮জন ইজারাদারকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গতকাল বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট ইজারাদারদের কাছে পাঠানো হয়।

Loading