দ্রুত ফল প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনে যাচ্ছেন নিবন্ধনধারী প্রার্থীরা।

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , জুলাই ১১, ২০২১

স্টাফ রিপোর্টারঃবেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৩য়  গণবিজ্ঞপ্তির ৫৪ হাজার শিক্ষক নিয়োগ  সুপারিশ আটকে আছে। কবে নাগাদ এ ফল প্রকাশ করা হতে পারে তা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এনটিআরসিএ।

১১ জুলাই রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রত্যাশীরা জানান ,দ্রত ফল প্রকাশ করা না হলে,বড় ধরনের কঠোর কর্মসূচির প্রস্তুতি নেয়া হবে।নিয়োগ প্রত্যাশীরা জানান এনটিআরসিএ ঠুনকো অজুহাতে হাজার হাজার বেকার নিবন্ধনধারীদের জীবনকে দূর্বিষহ করে তুলেছে। যা নিষ্ঠুরতা ও অমানবিকতা ছাড়া কিছুই নয়।দ্রুত ফল প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামন করছি ।নিয়োগ প্রত্যাশীরা জানান, অনেকে ধার -দেনা করে একাধিক আবেদন করে বেকার নিবন্ধনধারী রা মারাত্মক ঋনগ্রস্ত হয়েছেন।এমনকি অনেকে জমি ও মূল্যবান সম্পদও বন্ধক রেখে আবেদন করেছেন।কিন্তু এনটিআরসিএ ঠুনকো কারণে ৫৪ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করছে না।গনবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের হাবিবুল্লাহ রাজু  বলেন ধৈর্য্য ধরতে ধরতে ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে ।অমানবিক ও নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা চাই এনটিআরসিএ খুব দ্রুত ফল প্রকাশ করুক এবং ৫৪ হাজার নিবন্ধনধারী ও তাদের পরিবারের মুখে ফুটিয়ে তাদের স্বচ্ছতা বজায় রাখুক।

Loading