সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় পাহাড়-টিলা খেকোদের দৌরাত্ম্য, নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , জুলাই ১, ২০২১ সিলেটে পাহাড়-টিলা খেকোরা বেপরোয়া। প্রকাশ্য দিবালোকে,রাতের আঁধারে প্রভাবশালীদের ছত্র-ছায়ায় প্রশাসনকে মেনেজ করে চলছে টিলাকাঠার হিড়িক।মাঝেমাঝে লোক দেখানোর জন্য অভিযান পরিচালনা করলে ও টিলা কাটার মুলহোতারা থাকে ধরা-ছোয়ার বাইরে। অভিযানের আগেই অদৃশ্য সোর্সের মারফতে খবর পৌঁছে যায় টিলা খেকোদের কাছে। ফলে অভিযানগুলো ভেস্তে যায়। যেভাবে সিলেটে পাহাড়-টিলা কাটার মহোৎসব চলছে, তাতে ভুমিকম্পের রেডজোন খ্যাত সিলেটে ঘটতে পারে মারাত্মক পরিবেশ বিপর্যয়। পাহাড়-টিলা অধ্যুষিত জেলা সিলেট বিভাগ। সিলেট নগরীর উত্তর, পূর্ব ও পশ্চিম চা-বাগানবেষ্টিত হওয়ায় ছোট-বড় অসংখ্য টিলার অবস্থান। নগরে আবাসন, সরকারি উন্নয়ন, রাস্তাঘাট পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে এসব পাহাড় কেটে। সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন বালুচর আল্ ইসলাহ্ জোনাকি,পাঠানটুলার গোঁয়া বাড়ী, জাহাঙ্গীর নগর,করের পাড়া,হাওলাদার পাড়া এলাকায় পাহাড়গুলো কাটা হচ্ছে অবৈধভাবে।! অতি সত্ত্বর এসব টিলা খেকোদের টিলা কাটা প্রতিরোধ না করলে সিলেটে ঘটতে পারে পরিবেশ বিপর্যয় সেইসাথে সহস্রাধিক মানুষের প্রানহানী ঘটতে পারে পাহাড় ও টিলা ধ্বসে। শেয়ার সিলেট বিষয়: