টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ , জুলাই ১, ২০২১

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায়।নগরীরর বিভিন্ন রাস্তা ও অলিগলিতে ঘুরে দেখা যায়, সারারাত বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তবে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকায় মূল সড়ক থেকে পানি নামতে শুরু করলেও কিছু অলিগলিতে এখনও পানি রয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, গেল ২৪ ঘণ্টায় (সকাল ছয়টা পর্যন্ত) চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ২১৫ দশমিক ৭ মিলিমিটার। আজকেও সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হবে। শুক্রবার (২ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় থেকেই ভারী বৃষ্টিপাতে মধ্যরাতেই চট্টগ্রামের দুই নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, ডিসি রোড, চকবাজার এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠেছে। তবে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাপ কমে যাওয়ায় মূল সড়ক থেকে পানি নেমে গেছে।

Loading