৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চলতি সপ্তাহে।

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ , জুন ২৯, ২০২১

স্টাফ রিপোর্টারঃবেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ৩য়গণবিজ্ঞপ্তির ফল আগামী কাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( এনটিআরসিএ)।

সোমবার (২৮ জুন )এনটিআরসিএর আপিল শুনানির শেষে নিউজ ৭১ অনলাইন ডট কম এর সাথে আলাপকালে এসব কথা জানান,  এনটিআরসিএর সচিব ড.এটি এম মাহবুব উল করিম। এনটিআরসিএর এক কর্মকর্তা নিউজ ৭১ অনলাইন ডট কমকে জানান, রিটকারীদের যে মামলা ছিল সেটি আজ নিষ্পত্তি হয়ে গেছে।আদালত নিবন্ধনধারীদের মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছে ।যার ফলে ৩য় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের আর কেনো বাঁধা  রইলো না।তিনি জানান আগামী কাল মঙ্গলবার অথবা বুধবার ফল প্রকাশ করা হতে পারে।

কবে নাগাদ ৩য় গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড.এটি এম মাহবুব উল করিম বলেন,বহুল কাংক্ষিত এ রায় আমাদের পক্ষে এসেছে। টেলিটকের সঙ্গে আমাদের কথা বলতে হবে।আশা করছি আগামী কাল বা পরশুর মধ্যে ফল প্রকাশ করতে পারব।

Loading