চট্টগ্রামে বাসে তরুণীকে গণধর্ষণ গ্রেফতার ৬

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ , জুন ২৬, ২০২১

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত পর্যন্ত মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। গত বুধবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ সময় বাসে এবং পরে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের জানান রানা নামে ওই বাসের একজন স্টাফ মেয়েটির পূর্বপরিচিত। সম্পর্কের সুবাদে রানা তাকে ফুসলিয়ে মীরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয় জন মিলে প্রথমে একটি বাসের ভেতর এবং পরে মীরসরাইয়ে আরও বিভিন্ন জায়গায় নিয়ে জিম্মি করে তাকে আবারও ধর্ষণ করে। তাদের আরও দু’জন সহযোগী আছে। মোট আট জন ঘটনার সঙ্গে জড়িত। বাকি দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Loading