স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , জুন ২৪, ২০২১ বিদায় সামছুদ্দোহ ফরিদ জীবন সায়াহ্নে সময়ের অপরাহ্নে যমদূত সুভাগমে নিস্তদ্ধ এ ধরা, কান্নার শোকে সবাই মলিন মুখে অসহায় চির বিদায়ী বন্ধু হৃদয় বিদারক কেবল আর্তনাদে। সবই হতে যাচ্ছে পর ঘর কিংবা আপন পর রুখিবার নাই কেহ কেবলি বিষাদে অন্তর দহন। কেবলি বুকে মায়ার শোকে বাঁজে মরণ ঘণ্টা মূর্ছিত মন মৃত্যুর অবগাহন নিমিষেই বিচ্ছন্ন হবে ধরা। ক্ষণিকের ভাবে তাকিয়ে থাকে এই আকাশ এই জমিন এই বাংলা প্রিয়জন প্রিয় বস্তুর মেলা অবিরত জীবনের স্বপ্ন খেলা আজ নিঃসংগ কেবলি অবহেলা। অঝোরে নামে বৃষ্টি কাল বৈশাখী ঝড় আবছায়া হৃদয় আকাশে হৃদয়ের হৃদ স্পন্দন নিমিষে মুহুর্মুহু বজ্রপাতের ধ্বনির জ্বালা। কেহ নয় সাথী অজানা পথে মায়ার বাঁধন ছিন্ন করে ঘাতকের হননে হননে অশ্রুসিক্ত ভাষাহীন বিদায়। ভালবাসি জীবন কে বলে তাই তো সে আজ পর অস্পর্শা আত্মা বলে ছিন্ন করে সকল বাঁধন। হায়রে পৃথিবী! হায়রে মায়া! সব কিছু অকেজো,সবই ছায়া বিদায় বেলায়, কেবলি রয়ে যায় আশার বাঁধনে নিরাশার মেলা। শেয়ার অন্যান্য বিষয়: