শিউলি অভিশপ্ত নহে

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , জুন ২৩, ২০২১

শিউলি অভিশপ্ত নহে

(প্রভাকর সরকার, পিন্টু)

শিউলি অভিশপ্ত নহে
কেবল অপশক্তির অশুভ ছায়ায়
নির্মিত প্রয়াস বটে।
স্বর্গের শোভা মর্তে এনে
ভালবাসার চিহ্ন রূপে অংকিত।
দরুন শিউলির চিত্তে
নয়তো বা কেন প্রভাকর মোহে
দিব্যি শিউলি আজও
তিমির বহ্নি জালে।

Loading