চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৬

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ , জুন ২৩, ২০২১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৩৬ জন। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ১০৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে

২৩৬ জনের। সংক্রমণ শনাক্তের হার ২২ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৪৫ জন এবং বাকি ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। লকডাউনে থাকা ফটিকছড়ি উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই উপজেলায় সংক্রমণের হার ৩৬ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সেখানে আজ থেকে আট দিনের কঠোর লকডাউনে শুরু হয়েছে।

এ দিকে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬৫ জন। আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৬৩৩ জন । এখানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল । আর করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।

Loading