রামগড়ে বিজিবি-বিএসএফ বৈঠকে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠানের ডকুমেন্টস হস্তান্তর বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , জুন ২২, ২০২১ বৈশ্বিক করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি সমুন্নত রেখে সীমান্ত সংক্রান্ত দুদেশের মধ্যে সব ধরনের বৈঠক ভার্চুয়ালী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। মঙ্গলবার (২২ জুন) রামগড় সীমান্তে বাংলাদেশ -ভারত মৈত্রী সেতুতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ভার্চুয়াল প্রোগ্রাম করার প্রয়োজনীয় ডকুমেন্টসও উভয়পক্ষ একে-অপরের কাছে হস্তান্তর করে। বৈঠকে ১৩ সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক(অপারেশন) লে.কর্ণেল আসাদুজ্জামান ও ১১ সদস্যের বিএসএফের পক্ষে ত্রিপুরা ফ্রন্টিয়ারের নোডাল অফিসার অরুণ কুমার বর্মণ প্রতিনিধিত্ব করেন। এতে বিজিবির রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল মাযাহারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাযাহার জানান, করোনা পরিস্থিতির কারণে বিজিবি- বিএসএফের মধ্যে সকল সীমান্ত বৈঠক এখন থেকে ভার্চুয়ালী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীর্ষ পর্যায়ের এ সিদ্ধান্ত অনুযায়ী ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসও গ্রহণ-হস্তান্তর করা হয়। শেয়ার খাগড়াছড়ি বিষয়: