চট্টগ্রামে স্কেভেটর উল্টে প্রাণ গেল চালকের

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , জুন ২২, ২০২১

চট্টগ্রামের হালিশহরে স্কেভেটর উল্টে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম নাজিম (২৪)। আজ মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় নয়াবাজার বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলামের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওয়ার্ডে।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রুত বড়ুয়া। তিনি বলেন, ‘সকালে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান নজরুল। বেলা সাড়ে ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Loading