হাওর কবি সামছুদ্দোহা ফরিদ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , জুন ২২, ২০২১

হাওর কবি
সামছুদ্দোহা ফরিদ
হাওরের কবি আমি,হাওরের কবি
হাওর মানুষের ছন্দ, প্রকৃতির প্রতিচ্ছবি।
হাওরের আসমান আর হাওরের ভূমি
অনাবিল আনন্দে কৃষকের সুখের ধ্বনি।
আকাশ ছুঁয়া,মিশে যাওয়া দিগন্ত রেখা
অবারিত সম্ভারে কৃষকের স্বপ্ন ছুঁয়া।
কৃষক হাসে যেন বাংলা হাসে
হাওরবাসী প্রকৃত খুশে অভাব নাশে।
বিশাল হাওর মাঠে যেন চলে দৃষ্টি নন্দন খেলা
কৃষকের হাসি খুশিতে চলে সারা বেলা।
সোনালী রোদে দুলে সোনালী ধানের শীষ
ফসল সম্ভার আনন্দে কৃষক হারায় দিশ।
সবুজ ধানের চারায় জাগায় সবুজ শান্তির পরশ
সোনার ধানে আবার ভরিয়ে দিয়ে আনে খ্যাতি যশ।
বর্ষার মৌসুমে চলে এক প্রকৃতির আবারিত খেলা
সাগরের ঢেউ সম, চলে মস্য সম্ভারের মেলা।
আকাশ ছুঁয়া হাওরগুলো দিগন্ত রেখায় সবুজ গ্রাম
হাওরবাসি বেজায় খুশি হাওর তাদের ধাম।
স্বর্গ ছুঁয়া স্বপ্নীন রঙের আবীর যেন নাচে
মন মাতানো প্রকৃতি আনন্দে যেন কাব্য রচে।
কবির ভাবনার সম্ভার ছড়ানো প্রকৃতির চলে লীলা
কাব্য সম্ভারে জেগে উঠে সাহিত্যের মেলা।
সংগ্রামী মানুষ ওরা, সংগ্রাম তাদের নিত্য দিন
কত মানুষের অজানা খবর,কত মানুষ দীন হীন
জীবীকা দিয়ে মোদের চালায়, মোদের আছে ঋণ।
হাওর বন্ধু,হাওর কবি,হাওর গবেষক পরিবার ভাই
আমাদের দাবি হাওর বিষয়ক মন্ত্রণালয় চাই ।
এবার হবে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন
দুখী জনের ভরবে সুখ আনন্দে দু নয়ন।

Loading