চট্টগ্রামে আক্রান্ত আরো ২২৬ জন

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , জুন ২২, ২০২১

চট্টগ্রামে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে। নতুন করে আরো ২২৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়। করোনায় মারা গেছেন আরো একজন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১৩১জন এবং বাকি ৯৫ জন জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের হার ছিল ২২ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৩৯৭ জন। মারা গেছেন ৬৬২জন।

Loading