চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু আক্রান্ত ১৯০ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ , জুন ২১, ২০২১ চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯০ জন। সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯০ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ১২৮ জন এবং বাকি ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৭১জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬১ জন। শেয়ার চট্টগ্রাম বিষয়: