শুধু প্রেমিক হতে গিয়ে – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ , জুন ২০, ২০২১ যা-ই তুমি দাও দু:খ কিংবা সুখ সূক্ষ্ম দাগ কেটে দিয়ে যায় তা, হৃদয়ের গভীরে। তবুও মনে পড়ে আর মন পোড়ে কিছুতেই যায় না ভোলা, হাজারও কাজের ভীড়ে। আকাশের আলো’রঙ মিলায় সন্ধ্যারাগে; দিনের সূর্য-ঋণ, ভুলে যায় রাতে, চাঁদও যে দিব্যি! তবুও বসন্ত’ পলাশ বর্ষারও চাই কদম; সঞ্চিত শব্দে কবিরাও দেয় মেপে অধরা প্রেমের কাব্যি। বহুকালের বহুপথ মিশেছে মহাকালে; এ-কুলের আশা, সময়ের নদী, ও-কুলে দিয়েছে তুলে। প্রেম হয়ে বন্য পাড়ি দেয় অরণ্য কাঁটা ছড়ানো পথে একাকি, বিষাদ-বিরহ’ ক্লান্তি ভুলে। প্রেমিক হতে গেলে বুকেরই বাঁ-দিকে বানাতে বলেছিলে একটি নীল আকাশ, সুন্দর-অনন্য। আকাশ বানিয়ে মেঘেদের ফাঁকে ফুটিয়েছি তারা, উঠিয়েছি চাঁদ, প্রেমিক হওয়ার জন্য! প্রেমের আগুনে তুষের মত পুড়ে ছাই হয়ে উড়ছি, ওই আকাশে, শুধু প্রেমিক হতে গিয়ে! সত্যি তুমি মিথ্যে আমি এক হতে চেয়ে, ডুবি আর ভাসি , হৃদয়টা মুঠোয় নিয়ে। • ২০ জুন, ২০২১। ছবিঋণ- অনুপম, আজাদী। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: