চট্টগ্রামে টমটম চালকের আত্মহত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , জুন ২০, ২০২১ নগরীর হালিশহরে গলায় ফাঁস দিয়ে মো. মফিজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার দক্ষিণ মধ্যম হালিশহরের টেকেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মফিজুর রহমান ওই এলাকার আব্দুল সবুরের ছেলে। তিনি পেশায় টমটম চালক বলে জানা গেছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা করে সবাই বাসা থেকে বের হওয়ার পর কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন। কিছুদিন ধরে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তবে তিনি কাউকে কিছু বলেন নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বিকাল ৫টায় মফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেয়ার চট্টগ্রাম বিষয়: