বাবা আমার বাবা – মো. আলী আশরাফ মোল্লা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , জুন ২০, ২০২১ বাবা আমার বাবা নাই কোন তার তুলনা বাবা নামে বটবৃক্ষ আছে যার দুঃখ দুর্দশা হতাশা নাই তার। বাবার সোহাগ শাসন পেয়েছে যারা বলতে হবে বড়ই ভাগ্যবান তারা বাবাই হলো সকলের আশ্রয়ের জায়গা বাবাকে দেখলে দূর হয়ে যায় ক্লান্তি হতাশা। বাবা আমার দুঃসময়ের কাণ্ডারী সকল বিপদ আপদে প্রেরণা দানকারী বাবার কাছে চেয়েছি যা জীবনে কোন কিছুই অপূর্ণ রাখেনি মোরে। নিজে দুঃখ করেছে কষ্ট সয়েছে সন্তানকে কখনোই বুঝতে দেয়নি তা বাবা আমার পরম পাওয়া তার মতো এ জগতে কাউকে দেখি না। বাবা আমার সকল চাওয়া কখনোই কিছুতে ব্যর্থ না হওয়া বাবা আমার সকল পূর্ণতা সব কিছুই সহজেই পাওয়া। বাবা মানে সকালে অফিসে যাবে বায়না ধরা দুপুরে বাসায় না ফিরলে নাওয়া খাওয়া বন্ধ হওয়া বিকেলে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার অভিমান করা রাতে তার বুকেই মাথা রেখে ঘুমাতে যাওয়া। বটবৃক্ষ হয়ে যিনি দেন শীতল ছায়া তিনিই হচ্ছেন আমার বাবা শত বাধা শত ঝড়-ঝঞ্ঝা হতে আগলে রাখেন যিনি তিনিই হচ্ছেন আমার বাবা আর তোমার বাবা। বাবার আর্দশ সততা ধারণ করে চলবে যারা পথ বিচ্যুত কখনোই এই ধরাধামে হবে না তারা। বাবা মানে নির্ভরতার প্রতীক আর আকাশ সমান আবদার বাবা মানে শ্বাশত,চির আপন বাবা মানে নিরাপত্তার চাদর। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: