মমেক হাসপাতালে র্যাব-১৪ কর্তৃক আটক১৩ দালাল শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ , জুন ১৮, ২০২১ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১৩ জন সদস্য কে আটক করেছে র্যাব-১৪। গত বৃহস্পতিবার সকালে জরুরী ও বহির্বিভাগ সহ বিভিন্ন স্হান থেকে তাদের আটক করা হয়। আটককৃত দালালরা হলো নগরীর চরপাড়া ‘র এনায়েত কবীর (৪২),মনোয়ার হুসেন(৪০),রতন মিয়া(৪৩),মাসুদুল করিম(৪০),মনির হুসেন(৩৭),দিগারকান্দাএলাকার ফিরোজ মিয়া(৫০), মাসকান্দার আলাল(৫৮),শিকারী কান্দার নজরুল ইসলাম (৩৮),বাঘমারার টুটুল আহমেদ (৩৬),সদরের সিরতা আলাউদ্দিন (৫৪),বোররচরের সোহেল(৩০),কালীবাড়ী’র আলমগীর (৪০),বড়বিলার মিশু(২৮)আটক হয়েছে। স্হানীয় ভাবে জানা যায়, আটককৃত ব্যক্তিগণময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল। র্যাব-১৪ এর সহ কারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বলেন,তারা নানভাবে রোগীদের হয়রানি করে আসছিল।এমন অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার মমেক হাসপাতালের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দালালদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। শেয়ার অন্যান্য বিষয়: