স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , জুন ১৬, ২০২১ ভাবি মনে সামছুদ্দোহা কেবল ভাবি মনে- হারানো দিন গুলোর ফাঁকে ফাঁকে , কষ্ট জাগে ঘটনার ক্রমে । ধ্যান ভাঙ্গে মনের , জাগে অতীত পিপাসা উঁকি মারে মনের খেদ, সেই সুমুধুর স্বপ্ন নাশা। বাল্য, কিশোর, যৌবন আর স্কুল ,কলেজের সেই ক্যাম্পাস আরো জাগে গ্রামের সেই মেঠো পথ যেখানে সে হারায় দিগন্তে । এমনি ভাবে চলে যাওয়া সোনালী দিন গুলোর রেখাপাত বুকে রক্ত ঝরে । ফিরে নাহি পাই,চলা অনন্ত ধায়, তবুও বেদনার মর্মে,মর্ম নাহি খুঁজে পায় শুধু দীর্ঘ নিঃশ্বাস, চলে যায়,চলে যাচ্ছে,চলে যাবে- সবার মতন । এ পোস ও পোস কাতে ঘুম না আসা রাতে হারিয়ে যাওয়া মুখ গুলো চলে যাওয়া না ফিরার দেশে ভেসে আসে মনের কোনে কল্পলোকের মাঝখানে । ভাবনা গুলো যখন ফিরে অজান্তে নিজেকে ঘিরে অসার রচিত জগত সংসার পড়ে আছি ছলনায় পড়ে । জগতের হিসেব সবই পাকা আসল খাতা শূন্য করেনি কোন আমল,নাই কোন পূণ্য শুধু একা মহা প্রস্থানে সবই ফাঁকা। শেয়ার অন্যান্য বিষয়: