স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ , জুন ১৬, ২০২১ কর্মের পরিণতি সামছুদ্দোহা ফরিদ তোমার গুলি তুমি খাবে অপকর্মের প্রভাবে স্বভাবের দ্বারা ভালো মন্দ মনের কালোয় তুমি অন্ধ। ফল খাও, মূল খাও মাকাল ফল কেন নাও? অন্ধকারে ছুটে আঘাত কেন পাও? বোকার মাঝে পাবে তুমি সত্যিকারের জ্ঞান জগতের জামেলার বাহিরে সে আল্লাহর নিবেদিত প্রাণ। চালাকের ধরে ভাব তারা নয় তো আসল চালাক কুলুর বলদ লোকে বলে নিজ আনন্দেই বাক বাক। কিছুই আননি সাথে তোমার যখন জন্মেছিলে ভবে মরিলে তুমি হবে শূন্য কেহ কি নিয়েছে কিছু কবে? দিগন্ত রেখায় আকাশ ছুঁতে তুমি কেন পাগল পারা যারা ছুঁটছে ওর পিছনে ওরাই তো দিশেহারা। গোলক ধাঁধাঁর চক্করে যারা ভাবে গোল ভুলের সাম্রাজ্যে করে বাস তারাই করে মস্ত বড় ভুল। ছায়ার পিছনে ছুটে যারা মায়ার বাঁধনে জড়ায় অবশেষে করুণ পরিণতি নিজের পায়ে মাড়ায়। শেয়ার অন্যান্য বিষয়: