আমার পূর্ব জন্মের ইতিহাস – সোমা মুৎসুদ্দী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , জুন ১৫, ২০২১ কোনো এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে, আমি পাহাড়ের কাছে। জানতে চেয়েছি, আমার পূর্ব জন্মের ইতিহাস। পাহাড় মৃদু হেসে বললো, আগের জন্মেও তুমি মানুষ ছিলে, শুধু মানুষ বললে ভুল হবে, তুমি ছিলে এক সুন্দরী মানবী। তুমি পাহাড় খুব ভালোবাসতে, তুমি আমাকে ভালোবাসতে, তাই বার-বার আমার কাছে ছুটে আসতে। আমি এখনো, কালের সাক্ষী হয়ে, দাঁড়িয়ে আছি। তুমি একবার আমার সামনে দাঁড়িয়ে, চিৎকার করে বলেছিলে, এর পরের জন্মেও আমি যেনো মানুষ হই। আর এভাবেই তোমার কাছে বারবার, ছুটে আসতে পারি। তাই তুমি এলে আবারো মানবী রুপে, আমায় ভালোবাসতে। কারণ, ওগো মেয়ে তুমি সবুজ ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, তাই আবারো এলে ছুটে আমার কাছে। আমি চাই পরের জন্মেও তুমি, মানবী হও, আমার মতো চির-সবুজ। আমি চাইনা কোনও মানব -পুত্র তোমাকে ছিনিয়ে নিয়ে যাক, আমার কাছ থেকে। তুমি হও আমার প্রেমী, প্রকৃতি প্রেমী, এ-যে জন্ম জন্মান্তরের বন্ধন। ওগো মেয়ে এটাই তোমার, পূর্ব জন্মের ‘ইতিহাস’। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: