ভাসানচরে ফের রোহিঙ্গা স্থানান্তর শুরু হচ্ছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , জুন ১০, ২০২১ এই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভাসানচরে আবারও রোহিঙ্গা স্থানান্তর শুরু হবে। সব মিলিয়ে মোট এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া প্রসঙ্গে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসিন বৈঠক শেষে এ কথা জানান। মো. মোহসিন বলেন, ভাসানচরে ২০ হাজারের মতো রোহিঙ্গা রয়েছে। বাকি ৮০ হাজার নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।এছাড়া রোহিঙ্গাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভাসানচরে হাসপাতালের লোকবল বাড়ানো হবে বলেও জানান মো. মোহসিন। শেয়ার নোয়াখালী বিষয়: