ভালোবেসে তোমায় খোজে পাওয়া মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ , জুন ৯, ২০২১ ভালোবেসে তোমায় খোজে পাওয়া ————————————————– মেহেদী জামান লিজন ———————————— আজ তোমায় ভালোবেসে জীবনের গল্পটা শুরু করেছি, তোমায় কাছে পেয়ে জীবনের অর্থ খোজে পেয়েছি । ভালোবেসে তোমায় আমি রাঙিয়েছি প্রেমের আবিরে, ভালোবাসার সকল শুভ্রতায় তোমায় ধরেছি আঁকড়ে । আজ তোমায় ভালোবেসে বেঁচে আছি আপন নীলিমায়, তোমায় সকল সুখের রংধনুতে। ভালোবাসার ভুবনে আছো শুধু তুমি আর আমি, সেই প্রেমের গভীরতা, মিষ্টি আদরে পরিপূর্ণতা। আজ আমি তোমায় ভালোবেসে পেয়েছি সুখের রাজ্য, প্রেমের আলিঙ্গনে শুধুই তুমি আর আমি। আমার সকল স্বপ্নের কল্পনা তুমি, বাস্তবে ছোঁয়ে দেখার আকুতি , দুই জনের খুনসুটি সারা জীবন বেঁচে থাকার মিনতি । আজ তোমায় ভালোবেসে পাগল আমি,আমার সকল সুখের উপলব্ধি তুমি, তাই তো ভালোবাসার স্বপ্নের তরী তুমি আর আমি । তোমায় ভালোবেসে প্রেমের বহমান সাগরের খেয়ামাঝি, কিংবা আমি তোমার মনের ক্যানভাসের রংতুলি । আজ আমি তোমায় ভালোবেসে পেয়েছি জীবনের স্বাদ, তোমার মনের অট্রালিকায় আছি বেঁচে। তাই তো ভালোবেসে তোমায় খুজে পাওয়া, আমার ছোট জীবনের সার্থকতা । শেয়ার অন্যান্য বিষয়: