নীলখামের কবিতা || গাজী মো. তাহেরুল আলম গাজী তাহের লিটন গাজী তাহের লিটন প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , জুন ৬, ২০২১ কতোকাল পরে জোছনার আলো ধরে বৃষ্টি হয় কতোটা জীবন তপ্তচৈত্রে পুড়ে বরফগলে নদী হয় কেউ জানে না! দেখেছিলাম চোখের কাজল পালতোলা নৌকায় নিখাঁদ ভালোবাসা সে কতোকাল আগে… হায়, একুশের সেই মধ্যদুপুর, বৃষ্টিস্নাত মেঠোপথ, আর নীলখামের চিঠি, এখনো জেগে ওঠে স্বপ্নের দুপুররাতে! কতোকাল পরে আবার শেষের কবিতা নেত্রকোণায় একপশলা বৃষ্টি, যেনো সেইদিনের শীতল অনুভূতি জেগে ওঠে জোছনার রোদ হয়ে, কতোকাল, কতোটা পথ পেরিয়ে! শেয়ার অন্যান্য বিষয়: