লিজনের কবিতা “কষ্ট” মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , জুন ৬, ২০২১ কষ্ট ——————————- ভালবাসা মানেই এক কষ্ট যার জন্য ছোট একটি জীবন নষ্ট । প্রেম মানেই কষ্ট, হারিয়ে যাওয়া স্বপ্ন বিনষ্ট । বেঁচে থাকা মানেই কষ্ট তুমিহীনা জীবনের গল্প । কষ্ট মানেই তোমার আমার ভালবাসা ভেঙ্গে যাওয়া সুখেরই বাসনা । কষ্ট হল তুমি বিনা আমি একা , নিরবে চোখের অশ্রু ঝরা । কষ্ট মানে আমার জীবনের গল্প স্বল্প সময়ে দূর্লভ ভালবাসা । কষ্ট মানে একাকী বেঁচে থাকা , কিংবা দূর দিগন্তে হারিয়ে যাওয়া ।। শেয়ার অন্যান্য বিষয়: