স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ , জুন ৪, ২০২১ ভোর সামছুদ্দোহা(ফরিদ) শুন আজান, খোল চোখ দেখ, লালীমা আকাশ ছেপেছে ছাড় বিছানা, পড় নামাজ কাজের বুঝি সাড়া পড়েছে, সকাল সকাল উঠ, ভোরের হাওয়া গায়ে মাখ দেখবে তোমার মন থাকবে শুভ ক্ষণ, দূর হবে সকল মনের খেদ বাড়বে তোমার জীবন মেয়াদ। হাজার রোগের আছে সেফা ভোরের হাওয়ার মাঝে সুস্থ্য জীবন পাবে তুমি সুখের নব রচে। নির্মল আকাশের নির্মল বায়ু বাড়ায় কর্মদক্ষতা,বাড়ায় আয়ু, কর অনুশীলন দিয়ে মন পাবে স্বাস্থ্যের মত বড় ধন। দিন টা ও পাবে বড় কাজ থাকবে না জড়ো সরো প্রশান্তিতে কাটবে দিন দ্বন্দ্ব-সংঘাত থাকবে না,থাকবে না মনে হীন। শেয়ার অন্যান্য বিষয়: