এবার সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , জুন ৩, ২০২১ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলা আগামী শনিবার (৫ জুন) থেকে শুক্রবার (১১ জুন) পর্যন্ত ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত কে বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) থেকে সাত দিন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা। শেয়ার সারা দেশ বিষয়: