সাভারে ২৮০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী আটক নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , জুন ২, ২০২১ সাভারে চোলাই মদ তৈরীর উপকরণ(জাওয়া বা ওয়াশ)সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিয়াকত ওরফে লেকু(৪৫) কে গ্রেফতার করেছে সাভারের বিরুলিয়া ফাঁড়ির পুলিশ। তবে লেকুর মাদক ব্যবসায় সহায়তাকারী তার স্ত্রী শেফালী বেগম পালিয়ে যায়। বুধবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার কুমারখোলা আশ্রয়ণ প্রকল্পের ৪৮ নং বাসায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) অপূর্ব দত্ত‘র নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ। পরে এসআই অপূর্ব দত্ত জানায়, লিয়াকত ওরফে লেকু এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিরুলিয়া ইউনিয়নে ভোরে দায়িত্ব পালন করার সময় আমরা জানতে পারি লেকু কয়েকজন মাদক ব্যবসায়ীসহ মদ তৈরীর উপকরণ (জাওয়া বা ওয়াশ) নিয়ে বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮০ লিটার জাওয়া জব্দ করা হয়েছে এবং লেকুকে গ্রেফতার করা হয়েছে। এসময় লেকুর স্ত্রী শেফালী বেগম(৪০)পালিয়ে যায়। লিয়াকত ওরফে লেকু বিরুলিয়া শ্যামপুর এলাকার মৃত সাহাবুদ্দিন কাজীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে তার স্ত্রী শেফালী বেগমের সহায়তায় চোলাই মদ বানিয়ে বিক্রি করে আসছিল। পরে চুলাই মদ তৈরীর সরঞ্জাম চুলা, ড্রাম, বালতি, গ্যাস সিলিন্ডার, কলসসহ মদ বানাতে ব্যবহৃত সমস্ত উপকরণ জব্দ করে পুলিশ। উপ-পরিদর্শক(এসআই) অপূর্ব দত্ত বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে। শেয়ার সারা দেশ বিষয়: সাভারে ২৮০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী আটক