স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ , জুন ১, ২০২১ অনুশোচনা সামছুদ্দোহা(ফরিদ) চোখের দেখা এই পৃথিবী কবে যে হবে অবসান আমার সমাপ্তি আমার হবে সাঙ্গ হবে ধরা নিঃসঙ্গ গোরস্থান। আমরা আছি অবান্তর নিয়ে শুধু শুধু পেরেসান ক্ষণিকের জীবনে মিছে মায়া কিশের অহংকার, কিশেরই বা মিছে সম্মান। দিনের শেষে যখন আসে রাত আধার নিয়ে আসে শোক আধারে হারায় আলো কেবল তখনি বুঝি মিছে মায়ার সুখ। জীবন সীমার মাঝে কত স্বপ্ন ঝরে অতৃপ্ত বাসনা দুমরে মরে কেবলি হতাশায় হাতড়িয়ে সুখ। চোখের আবরণ কভু নাহি সরে ছলা কলা না বলা কত কাহিনী সীমাহীন বারতা আনে হৃদয়ে আনে ক্ষণে ক্ষণে দুখ। হতাশা কান্না জড়ানো জড়া মৃত্যুর মাঝে অসহায় সহায়হীন নিজের স্বরূপ বুঝি তাঁর নিয়ামতের রংগিনে এ ভূতল নীরবে ফেলি শুকরিয়ার অশ্রুজল। শেয়ার অন্যান্য বিষয়: