ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ , মে ৩০, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

আজ শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে আজ (শনিবার) বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিন স্থলসীমান্ত বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে। নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা ২৩ মে শেষ হয়। পরে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।

Loading