শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জাতীয় পার্টির নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ , মে ২৮, ২০২১ ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, ‘দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।’ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ (শুক্রবার) এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ‘মহামারি করোনার কারণে এক বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও, বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহত স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।’ জাতীয় পার্টি চেয়ারম্যান বিবৃতিতে আরও বলেন, ‘সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে, স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকার ভিক্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।’ নিয়ন্ত্রণে আসেনি করোনা বাংলাদেশে গত দুই মাস করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে তা কমেছে। তবে নিয়ন্ত্রণে আসেনি।করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আরো ১৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৪৯৭টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ শনাক্তের সংখ্যা নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে ও মোট মারা গেছেন ১২ হাজার ৫১১ জন কভিড-১৯ পজিটিভ রোগী। গতকাল বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১০৬৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ২২১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে, ৪ জন বেসরকারি হাসপাতালে এবং একজন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বয়স বিবেচনায় এদের মধ্যে ১৩ জনের বয়স ছিলেন ষাটোর্ধ্ব। বাকিদের মধ্যে ৭ জনের বয়স ৫১-৬০ বছর, পাঁচজনের বয়স ৪১-৫০ বছর, চারজনের বয়স ৩১-৪০ বছর, একজনের বয়স ১১-২০ এবং ০-১০ বছরের মধ্যে একজন ছিল।# ## পার্সটুডে শেয়ার রাজনীতি বিষয়: