স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ , মে ২৮, ২০২১ ইবাদতে ধরা সামছুদ্দোহা ফরিদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি কেহ চায় আল্লাহর প্রতি মাথা নত কর নামাজে সিজদায়। সিজদা হল জীবন ছদকা শুকরিয়া আল্লাহর প্রতিদানের ভাষা জানি বিচার দিনে মিজানে পাল্লার। এ জীবনেই, এ সময়েরই বাজেট আল্লাহ কে মাথা ঠেকাবার তাই ভাই মাথা করি নত নামাজে বার বার। নামাজের রূপে প্রতিটি প্রাণী বৃক্ষ দাঁড়িয়ে সারাক্ষণ জপে যাচ্ছে আল্লাহর নাম অনবরত অনুক্ষণ। সরিসৃপ প্রাণী সিজদায় মাথা নত করে ডাকে আল্লাহর নাম ভুলে না স্রষ্টারে ভাই অন্য কিছুই নয় তার কাছে দাম। রুকুর পর্যায় পশু জপেছে সে আল্লাহর তজবী বুঝে আসে না মোদের এখানে ফেল সকল ধী। পাহাড় আছে বৈঠকে নামাজ স্থির ভারসাম্যে ধরা ইবাদতে নীরব মশগুল মানুষের কেবল শয়তানী তাড়া। সাড়ে তিন হাত শরীরে আছে সারা বিশ্বের নমূনা মানুষ ভাই সেরা সৃষ্ট বাকি অগণিত অগণনা। ভেজাল আছে জ্বীন ইনসানে অন্য কিছুতে নাই আলোর পথে সবাই আছে মোরা অন্ধকারে ভাই। শেয়ার অন্যান্য বিষয়: