চুম্বনে আকাশ-শূণ্যে উড়াই মনস্তাপ-অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , মে ২৭, ২০২১ সম্পর্কে, হঠাৎই বাড়ে তেজস্ক্রিয়তা পাল্টে যায় জীবনের গুরুত্বপূর্ণ সমীকরণ; কবিতায়, প্রেমও হয়ে ওঠে তুমুলভাবে রাজনৈতিক বিদ্রোহকে করে তোলে অনিবার্য। চুমুহীন, আলিঙনহীন, নিদ্রাহীন ভোর হয় রাতের শয্যা ছেড়ে উঠে প্রেম, বিতৃষ্ণায়; কথা ও চিন্তাজালে খুঁজতে খুঁজতে ন্যায্য ও অন্যায্য! কী ক্ষতি, থাকে যদি আমাদের প্রেম যত্নে গোপন; বুকের অন্তরালে শব্দহীন শূণ্যতায় কাঠগড়ায় না দাঁড়ায় আসামীর মতন। অথচ তুমি আমি দাম্পত্যের উর্ধে থেকে নিতে পারি প্রেমের মধুরতম স্বাদ; তোমার শরীরের সুষম বন্টন সৌন্দর্যের অস্থির আলিঙনে ঢেকে দিতে পারি অযাচিত অভিশাপ। অনেক পুরুষ-নারীর ভিড়ে তীর্থযাত্রী হয়ে, উঠতে পারি বেয়ে প্রেমের উচ্চ-চূড়া; চুম্বনে চুম্বনে উড়িয়ে দিতে পারি আকাশ-শূন্যে আমাদের সমস্ত হাপিত্যেশ, সমস্ত মনস্তাপ। • মে ২৬, ২০২১। ছবিঋণ– নজরুল ইসলাম, আজাদী। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: