সাভারে কোটি টাকার হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , মে ২৫, ২০২১

সাভারে কোটি টাকা মূল্যের এক কেজি হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৩শ ৩০ টাকা জব্দ করা হয়েছে। এঘটনায় র‌্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৪১) দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- বি-বাড়ীয়া জেলার মোঃ ইসমাইল হোসেন বাবুল (৫১) ও মোঃ কাওছার আহমেদ জয় (১৯)।

র‌্যাব জানায়, গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অভিযান চালায়। এসময় ১ কোটি টাকা মূল্যমানের ১ কেজি হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলো।
র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ধরণের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Loading