সংক্রমণ বাড়লে জেলাভিত্তিক লকডাউন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , মে ২৫, ২০২১ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে জেলায় জেলায় আলাদা করে লকডাউন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে এক-দুই জন আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলাম। আগে থেকে আমাদের সাবধান হতে হবে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। যারা বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এই বিষয়ে বেশি করে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, এরই মধ্যে আমি বিভিন্ন ওষুধ কোম্পানিকে নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য প্রয়োজনীয় ওষুধ এখন থেকে তৈরি করে। আল্লাহ না করুক যদি আমাদের দেশে রোগী বাড়ে তাহলে যেন যথাযথ প্রয়োজনীয় চিকিৎসা করা যায়। গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। ১৯ মে রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই করোনা রোধে বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেন। শেয়ার জাতীয় বিষয়: