স্বরচিত কবিতা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , মে ২৪, ২০২১

আমার চিঠি
সামসুদ্দোহা (ফরিদ )
আমার প্রতিটি কবিতা
তোমাদের জন্য হয়ে রবে
প্রাণের আকুতির চিঠি
প্রাণপণে ছেপে যাবে
আমার জীবন কৃতি।
ঝরবে তোমাদের চোখের পানি
দোয়ায় তুলে হাত
হৃদয়ের নিয়ে আকুতি
প্রানখুলে করবে মোনাজাত।
আমার কবিতা থাকে যদি
কোন ভাল মানুষের গান
মনে প্রাণে মেনে নিবে
অনুস্মরণে নিবেদিত প্রাণ
এ জগত হল এক স্বপ্ন রেখা
দৃশ্য অদৃশ্য সবই অসার
শুধুই চিরন্তন আছে এক যান
আল্লাহর ইবাদতে অতি কোরবান।
মানুষের কাছে মানুষের বন্ধন
শুধু স্বার্থের মাঝে ঝুলে
পরিমিত থাকবে তোমার আচরণ
কেবল চরমে যাওয়া বারণ ।
সংসারের কোনো বিষয় হবেনা তৎপর
নিশ্চিন্তে কাজ করবে আপন মনে
আল্লাহর জিকির থাকবে ধ্যানে
রোগ-বালাই থাকবে সংগোপনে ।
পাঁচ ওয়াক্ত নামাজের সার
বিস্তৃত ইহকাল পরকাল
শারীরিক ব্যায়ামের আধার
আছে আল্লাহর সান্নিধ্য অনন্তকাল ।
সবকিছুতেই ভালো করো
জীবন তোমার সুন্দর গড়
মিথ্যাকে দূরে ঠেলে
সত্যের প্রতিষ্ঠা করো ।

Loading