ত্রিশালে ঝুলন্ত ব্যাক্তির মরদেহ উদ্ধার মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , মে ২৪, ২০২১ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অলহরী দূর্গাপূর গ্রামে আব্দুল জব্বার (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল জব্বার হাজী আবুল কাশেমের দ্বিতীয় ছেলে। সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। আজ ভোরে সে কাউকে কিছু না বলেই বের হয়। পরে তার স্ত্রী সকাল ছয়টার দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে আজ সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করে। ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় নিউজ ৭১ অনলাইন কে জানান , পুলিশ ঝুলন্ত অবস্থায় আব্দুল জব্বারের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলাটি ডিসপোজাল করা হয়েছে। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে সে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। তার অসুস্থতার রিপোর্ট গুলো দেখে আমরাও নিশ্চিত হয়েছি সে মানসিকভাবে অসুস্থ। শেয়ার অন্যান্য বিষয়: