৯ মাসে ৪টি বিয়ে করে আরেক বিয়ের পরিকল্পনা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , মে ২৩, ২০২১ কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় নিজের নাম-পরিচয় গোপন করে একের পর এক বিয়ে আর প্রতারণার জাল ফেলেন এক যুবক। অবশেষে ধরা পড়েছেন বিয়ের নামে প্রতারণাকারী নাঈম ওরফে রাজু (২৯)। শনিবার (২২ মে) রাতে উপজেলার মসুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নাঈম ওরফে রাজু (২৯) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়েনের শিমুলকান্দী গ্রামের মফিজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাঈম একজন প্রতারক। তিনি প্রতারক চক্রের কয়েকজনের সহযোগিতায় মিথ্যা পরিচয়ে নিজেকে রাজু এবং এতিম পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গ্রামের মেয়েদের বিয়ে করতেন। তার দলের কয়েকজন নিজেদের ছেলের বড় ভাই, কেউ চাচা, কেউ মামা, আবার কেউবা ঘটকের ভূমিকা পালন করতেন। এভাবে গত কয়েক বছরে অনেকগুলো বিয়ে করেন অভিযুক্ত নাঈম। এদিকে সর্বশেষ গত ঈদের আগের দিন কটিয়াদী উপজেলার পংমশুয়া এলাকায় এক মেয়েকে বিয়ে করেন নাঈম। কিন্তু এর আগে ভৈরবে বিয়ে করা স্ত্রীর ছোট বোন নাঈমের প্রতারণার বিষয়টি জানতে পেরে নতুন স্ত্রীকে জানান। এভাবে ফাঁস হয় প্রতারক নাঈমের বিয়ে নাটক। পরে সংবাদ পেয়ে পুলিশ সবশেষে বিয়ে করা শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে। এ বিষয়ে সবশেষ বিয়ে করা মেয়েটি বাদী হয়ে তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় একটি প্রতারণা মামলা করেন। নাঈমের বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগও রয়েছে। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, মিথ্যা কথা বলে একের পর এক বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকা এবং অর্থ হাতিয়ে নেয়াই ছিল নাঈমের নেশা। এ পর্যন্ত সে ৪টি বিয়ে করে প্রতারণা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। গত ৯ মাসে কটিয়াদীতে দুটি, ভৈরবে একটি এবং নরসিংদী জেলার মনোহরদীতে একটি বিয়ে করেছে বলে তথ্য পাওয়া গেছে। শেয়ার সারা দেশ বিষয়: